ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১

ভোলার চরফ্যাশনে গণসংযোগে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে।

আহত জামায়াতকর্মীরা হলেন মাওলানা ছালাউদ্দিন, জামসেদ জামাল, ডাক্তার মোশারেফ হোসেন, নজরুল ইসলাম ও মো. রাফসান। বিএনপির নেতাকর্মীরা হলেন, মো. রুবেল, মো. নাছিম, বেল্লাল, মো. নাসির, ভুট্টো ও বাবুল।

হামলার বিষয়ে বিএনপি এবং জামায়াত নেতারা একে অপরকে দায়ী করছেন।
বিএনপির পক্ষে উপজেলা যুবদলের সদস্যসচিব সাবেক কাউন্সিল জাহিদুল ইসলাম রাসেল স্থানীয় যুবদল নেতা সবুজের বরাত দিয়ে জানান, চকবাজার এলাকায় জামায়াত এবং বিএনপি উভয়দলের গণসংযোগ চলাকালে জামায়াতের গণসংযোগে যুবলীগের জামালের অংশ নেওয়া এবং জামায়াতের কিছুলোক বিএনপির গণসংযোগের মধ্যে ঢুকে পড়ে। এতে তাদের সঙ্গে বিএনপির কর্মীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে ফয়সালার জন্য বসার কথা থাকলেও ছাত্রশিবির ৩০টি মোটরসাইকেলে গিয়ে সেখানে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১০/১২ জন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এদিকে ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তফা কামাল বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমাদের গণসংযোগকালে অহেতুক হামলা করে। আমরা দ্রুত অপরাধী বিএনপি কর্মীদের বিচার দাবি করছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন বলেন, হামলার বিষয়ে আমরা এখন স্পষ্ট হতে পারিনি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।
অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫২   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহায়তার চেক বিতরণ:
ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিইসির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ
পুরোনো রাষ্ট্রব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে: ফরহাদ মজহার
কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ