জাতির পিতার সমাধি সৌধে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধি সৌধে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



জাতির পিতার সমাধি সৌধে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এসময় তিনি নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।
১১টায় নাটোর জেলা আওয়ামী লীগ ও আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথকভাবে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাটোর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান আইসিটি প্রতিমন্ত্রী।
শপথে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে একজন সাহসী সৈনিক হিসেবে আমৃত্যু কাজ করবো। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দেয়ার জন্য প্রস্তুত থাকবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি আদেশ নির্দেশ অক্ষরে-অক্ষরে পালনের জন্য প্রস্তুত থাকবো। হে আল্লাহ সর্বশক্তিমান, আমাকে এই শপথ রক্ষা এবং পালনের শক্তি দিন।
এর আগে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসরকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রীসহ নাটোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
এসময় নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও নাটোর ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও সাবেক যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোরের সংরক্ষিত মহিলা আসনের এমপি রতœা চৌধুরী,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুনসহ নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতি মন্ত্রী নাটোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১৬   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান
বঙ্গবন্ধুর সমাধিতে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ সার পেলেন এক হাজার কৃষক
সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভূমিসেবায় দুর্নীতি প্রতিরোধ করা হবে : ভূমিমন্ত্রী
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি গবেষণার ৪ নতুন পরিচালকের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ