শেরপুরে একরাতে অর্ধশতাধিক বিয়ে অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে একরাতে অর্ধশতাধিক বিয়ে অনুষ্ঠিত
শনিবার, ১১ মার্চ ২০২৩



শেরপুরে একরাতে অর্ধশতাধিক বিয়ে অনুষ্ঠিত

বাংলা ১৪২৯ সালের ২৪ ফাল্গুন রাতে শেরপুর জেলা শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় ধুমধাম করে গভীর রাত পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগে একই দিনে একসঙ্গে এত অধিক সংখ্যক বিয়ে অনুষ্ঠিত হওয়ার কোনো নজির নেই। একরাতে একসঙ্গে কতটি বিয়ে অনুষ্ঠিত হয়েছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে শহরের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মীয়রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলা ১৪২৯ সনের চৈত্র মাস। সাধারণত চৈত্র মাসে হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েদের বিয়ে হয় না। তাই ২৪ ফাল্গুন বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত বিয়ে সম্পন্ন হয়।

শেরপুরের পুরোহিত বাবলু গোস্বামী বলেন, কথায় আছে শুভ কাজে বিলম্ব করতে নেই। চৈত্র মাসে হিন্দুদের বিয়ে হয় না। আর ফাল্গুন মাসের শেষ দিনটিতে বিয়ে না হলে ছেলেমেয়ের অভিভাবকদের প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। এতে অনেক সময় নানা ধরনের বিপত্তি আসতে পারে। এ চিন্তা মাথায় রেখে অভিভাবকরা বৃহস্পতিবারের শুভ দিনটিকে কাজে লাগিয়েছেন।

শহরের জয়ন্ত ফটোগ্রাফির কর্ণধার জয়ন্ত দে বলেন, একসঙ্গে এত বিয়ের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বাড়তি চিত্রগ্রাহক যুক্ত করেও কাজ শেষ করা যাচ্ছে না। প্রায় প্রতিটা বিয়ের লগ্ন মধ্যরাত দুইটার দিকে। নাইট ও আউটডোর কাজে বেগ পেতে হচ্ছে। এরপরও গ্রাহকের ইচ্ছেমতো কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রতি আস্থা রাখায় এক রাতে দশটি বিয়ের কাজ করছি।

শেরপুরের স্থানীয় প্রাইভেট কার ও মাইক্রো স্ট্যান্ডের সভাপতি শামীম হোসেন বলেন, প্রতিটা হিন্দু বিয়েতে সাধারণত ৩ থেকে ৪টি গাড়ি লাগে। একদিনে অনেক বিয়ের কারণে গাড়ির ওপরও চাপ বেড়েছে। শহরের ভেতরে বিয়ে হলেও সবাই গাড়ি ভাড়া করেই কনের বাড়ি যায়। আজ একটা গাড়িও স্ট্যান্ডে নেই। সবগুলো ভাড়া হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৩২   ২৭২ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকার নদীগুলো সম্মিলিত প্রচেষ্টায় রক্ষার আহ্বান পানিসম্পদ উপদেষ্টার
সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩
হবিগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা
রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা
নাগরিকদের নির্বিঘ্ন সেবা দিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে : ফয়েজ আহমদ তৈয়্যব
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে: সিনিয়র সচিব
হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৪৯ ট্রাক কাঁচা মরিচ
পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ