বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। বুধবার (৩০ এপ্রিল) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এই কথা জানিয়েছেন।

ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনায় উচ্ছ্বাস প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত জানান, দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে দল পাঠাবে চীন। ফুটবলের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রীতি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান। এছাড়া, বাংলাদেশের যেকোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ সময় ক্রীড়া উপদেষ্টা কথা বলেন দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গন নিয়ে। ক্রীড়াঙ্গনকে উন্নত করার লক্ষ্যে চীনের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, ক্রিকেট-ফুটবলের বাইরে অন্য খেলাতেও আন্তর্জাতিক অর্জন সম্ভব।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশের উন্নতি এবং আন্তর্জাতিক অর্জন সম্ভব। সেজন্য চীনের সহযোগিতায় স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলা এবং কোচ-খেলোয়াড়দের অলিম্পিকের মান অনুযায়ী প্রশিক্ষণ ব্যবস্থার উপর জোর দিতে হবে।’

বাংলাদেশ সময়: ১৬:১০:০২   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ