অগ্নিনির্বাপণ মহড়া আরও বেশি বেশি করতে হবে : প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্নিনির্বাপণ মহড়া আরও বেশি বেশি করতে হবে : প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



অগ্নিনির্বাপণ মহড়া আরও বেশি বেশি করতে হবে : প্রতিমন্ত্রী

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া পরিদর্শনে এসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ ধরনের মহড়া আরও বেশি বেশি করতে হবে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সচিবালয়ে ১ নম্বর ভবনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ফায়ার সার্ভিসের জন্য অনেক আধুনিক যন্ত্র সংগ্রহ করা হয়েছে। এসব আধুনিক সরঞ্জাম নিয়ে মহড়াটি চমৎকারভাবে করেছে ফায়ার সার্ভিস।

তিনি বলেন, এ প্রদর্শনীর মধ্য দিয়ে সবাইকে অবহিত করা এবং একইসঙ্গে একটা মেসেজ দেওয়া যে, এরকম ঘটনা ঘটলে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে। কিছু প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত জরুরি।

মহড়া আয়োজনের কারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ। তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে। আমরা যদি প্রথমেই আগুন নেভাতে পারি তাহলে অনেক দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। তাই প্রত্যেক মানুষকে প্রশিক্ষণ নিতে হবে। আতঙ্কিত না হয়ে কার্যকরীভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। এজন্য হাতে-কলমে আমাদের প্রশিক্ষণ দরকার, তাই আজকের এই মহড়া।

ফরহাদ হোসেন বলেন, আমি মনে করি এ ধরনের মহড়া আরও বেশি বেশি করতে হবে। দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করা ও জীবন বাঁচানোর ক্ষেত্রে এটি আগে থেকেই একটি প্রস্তুতি।

এসময় আরও উপস্থিত ছিলেন— মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬:২২:১৬   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
লুটপাট হলে দায় ওই ব্যাংকের কর্মকর্তাদের নিতে হবে: গভর্নর
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে : হাসনাত আব্দুল্লাহ
মামলা পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আইনি জ্ঞান থাকা আবশ্যক : তথ্য সচিব
যারা অরাজকতা তৈরি করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে : ডিসি
নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করছি : এসপি
জয়িতার পোশাক ও কারুশিল্প এক সময় বিশ্বে পৌঁছাবে : শারমীন এস মুরশিদ
উচ্চমানের শিক্ষা ও গবেষণার সমন্বয় স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ