শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করার সুপারিশ স্থায়ী কমিটির

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করার সুপারিশ স্থায়ী কমিটির
বুধবার, ১৫ মার্চ ২০২৩



শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করার সুপারিশ স্থায়ী কমিটির

ঢাকা, ১৫ মার্চ, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদ, ১৫ আগস্ট কালো রাত্রিতে শাহাদাৎ বরণকারী সকলের, কারাগারে শাহাদাতবরণকারী ৪ নেতাসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা অর্জনের বিষয়ে উদ্বুদ্ধ করার ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করে।

কমিটি বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালীকরণের নিমিত্ত অতিদ্রুত কমিশনের আইন পরিবর্তন/সংশোধনের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

এছাড়াও বৈঠকে বাণিজ্য, খাদ্য, শিল্প, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য, খাদ্য শস্য, সার ও জ্বালানী পরিবহনে বিআইডব্লিউটিসি’র নৌযানের জন্য কোটা সংরক্ষণ করার সুপারিশ করে এবং নৌপরিবহন অধিদপ্তরের বাল্কহেডের ডিজাইন পরিবর্তন করার ও সার্ভারের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করাহয়।

বৈঠকে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বর্তমান কার্যক্রম, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বিআইডব্লিউটিসি- এর চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৩   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী: হাছান মাহমুদ
নাসুম-ইমরুল নৈপুন্যে ডিপিএলে অষ্টম জয় মোহামেডানের
বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত
শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি
সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ