শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পীকার
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পীকার

ঢাকা, ১৭ মার্চ ২০২৩ : বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বিগত ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউ এর সংশ্লিষ্ট মিটিং উপলক্ষ্যে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

সফরকালে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স’ শীর্ষক জেনারেল ডিবেটে অংশগ্রহণ করেন।

আইপিইউ সম্মেলন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পীকার মিলটন ডিক এবং ভারতীয় লোকসভার স্পীকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৩   ১৩৬ বার পঠিত