পররাষ্ট্র সচিবের সঙ্গে প্যাট্রিক বার্জেসের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র সচিবের সঙ্গে প্যাট্রিক বার্জেসের সাক্ষাৎ
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



পররাষ্ট্র সচিবের সঙ্গে প্যাট্রিক বার্জেসের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়া জাস্টিস অ্যান্ড রাইট (এজেএআর) এর প্রেসিডেন্ট ব্যারিস্টার প্যাট্রিক বার্জেস। এ সময় তাদের মধ্যে মানবাধিকার, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের গণহত্যা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বার্জেস বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে তার কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। এসব অঞ্চলে তিনি নৃশংস অপরাধের শিকার মানুষের সঙ্গে দেখা করার এবং গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচারের জন্য তার লড়াইয়ের অভিজ্ঞতাগুলো তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, একজন আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ হিসেবে প্যাট্রিক বার্জেস আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ১৯৭১ সালের গণহত্যা এবং রোহিঙ্গা সংকটকে তুলে ধরার ক্ষেত্রে তার অ্যাডভোকেসির ভূমিকা এবং সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন।

এ সময় পররাষ্ট্র সচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে ১৯৭১ সালে চালানো গণহত্যার স্বীকৃতির সঙ্গে সম্পর্কিত গুরুত্ব ও চ্যালেঞ্জের উপর আলোকপাত করেন। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের মাধ্যমে তাদের ন্যায়বিচার প্রদানের সম্ভাব্য উপায় ও প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবস উপলক্ষে ব্যারিস্টার প্যাট্রিক বার্জেসের মূল বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে।

এর আগে সোমবার এশিয়া জাস্টিস অ্যান্ড রাইটের কো-ফাউন্ডার বার্জেস ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু লেকচার সিরিজ: রিকগনিশন অব বাংলাদেশ জেনোসাইড ১৯৭১-এ একটি মূল বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৭   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ, বিশ্বজুড়ে নিন্দা
‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ