তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে গেল ১০ প্রাণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে গেল ১০ প্রাণ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে গেল ১০ প্রাণ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় আবারও নৌকা ডুবে প্রাণ গেল অভিবাসনপ্রত্যাশীদের। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

মঙ্গলবার (১১ এপ্রিল) তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ১০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। এছাড়া ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকার নাগরিক বলে তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের বরাতে বুধবার (১২ এপ্রিল) জানিয়েছে সংবাদমাধ্যম সিজিটিএন।

চলতি বছর উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃতের সংখ্যাও।

সিজিটিএন জানায়, মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা তিউনিশিয়া উপকূলের কাছে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দেশটির কোস্টগার্ডের সদস্যরা। বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ জনকে জীবিত ও কয়েকজনের মরদেহ উদ্ধার করেন তারা।

এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সবাই আফ্রিকার নাগরিক বলেও জানিয়েছে কোস্টগার্ড।

গেল মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ হন আরও অন্তত ৭০ জন।

এদিকে বুধবার জাতিসংঘ জানায়, এ বছর রেকর্ড পরিমাণে বেড়েছে ইতালি অভিমুখে অভিবাসনপ্রত্যাশীদের স্রোত। চলতি বছরের প্রথম তিন মাসেই নৌকা ডুবে প্রায় সাড়ে ৪শ’ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:০৩   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করে দিলো ইরান
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত
থাইল্যান্ডে ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
ইউক্রেনের দুই শহরে বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান
ইরানে মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র, ইসরাইল আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে: স্পিকারের হুঁশিয়ারি
গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস: বাসেম নাঈম
ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, শুধু তেহরানেই একরাতে নিহত ২০০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ