সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা

রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার লঞ্চে কুলিদের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত ও অপর একজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মালিক নিজাম উদ্দিন।

নিজাম উদ্দিন বলেন, ঈদের ছুটির মৌসুম চলছে। এখন অতিরিক্ত মালামাল বহনে নিষেধাজ্ঞা আছে। আর এমনিতেই সদরঘাটের কুলিরা লঞ্চের যাত্রীদের হয়রানি করে। শুক্রবার বিকেলে কয়েকজন কুলি জোর করে লঞ্চে মাল তুলে দিতে চায়। তখন লঞ্চের সুপারভাইজার তাদের বলেছে লঞ্চের হ্যাজের মধ্যে দিতে কিন্তু তারা লঞ্চের নিচতলার ডেকে মালামাল রাখবে। আমরা যাত্রী রেখে মালামাল টানতে পারব না বলায় ২৫ থেকে ৩০ জন কুলি এসে লঞ্চের কর্মীদের ওপর হামলা করে। এতে আমার লঞ্চের সুপারভাইজার আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সদরঘাটে কোনো ইজারা নেই উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, অনেক দিন ধরে সদরঘাটের ইজারাদার নেই। ফলে কুলিরা যেভাবে পারছে যাত্রীদের ও লঞ্চ কর্মীদের হয়রানি করে টাকা আদায় করছে।

এ দিকে হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে কুলিদের কথিত সরদার আলমগীর কুলির বিরুদ্ধে। অভিযোগের বিষয় জানতে তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি সাড়া দেননি।

লঞ্চে হামলার বিষয় জানতে চাইলে নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, বিষয়টি জেনেছি। লঞ্চের কর্মী ও কুলিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যাত্রীদের হয়রানির অভিযোগ বিষয়ে তিনি বলেন, কুলিদের বিরুদ্ধে অনেক অভিযোগ। প্রায়ই এমন ঘটনা ঘটে। এরপরও আমরা স্বাভাবিক রাখতে কাজ করছি।

ওসি বলেন, এ ঘটনায় তিন কুলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিষয়টি মীমাংসা করতে উভয়পক্ষকে ডাকা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেব।

বাংলাদেশ সময়: ৪:৩৭:৫৫   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩
মানুষ চায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন : দুলু
বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের
একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন
আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ