সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা

রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার লঞ্চে কুলিদের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত ও অপর একজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মালিক নিজাম উদ্দিন।

নিজাম উদ্দিন বলেন, ঈদের ছুটির মৌসুম চলছে। এখন অতিরিক্ত মালামাল বহনে নিষেধাজ্ঞা আছে। আর এমনিতেই সদরঘাটের কুলিরা লঞ্চের যাত্রীদের হয়রানি করে। শুক্রবার বিকেলে কয়েকজন কুলি জোর করে লঞ্চে মাল তুলে দিতে চায়। তখন লঞ্চের সুপারভাইজার তাদের বলেছে লঞ্চের হ্যাজের মধ্যে দিতে কিন্তু তারা লঞ্চের নিচতলার ডেকে মালামাল রাখবে। আমরা যাত্রী রেখে মালামাল টানতে পারব না বলায় ২৫ থেকে ৩০ জন কুলি এসে লঞ্চের কর্মীদের ওপর হামলা করে। এতে আমার লঞ্চের সুপারভাইজার আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সদরঘাটে কোনো ইজারা নেই উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, অনেক দিন ধরে সদরঘাটের ইজারাদার নেই। ফলে কুলিরা যেভাবে পারছে যাত্রীদের ও লঞ্চ কর্মীদের হয়রানি করে টাকা আদায় করছে।

এ দিকে হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে কুলিদের কথিত সরদার আলমগীর কুলির বিরুদ্ধে। অভিযোগের বিষয় জানতে তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি সাড়া দেননি।

লঞ্চে হামলার বিষয় জানতে চাইলে নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, বিষয়টি জেনেছি। লঞ্চের কর্মী ও কুলিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যাত্রীদের হয়রানির অভিযোগ বিষয়ে তিনি বলেন, কুলিদের বিরুদ্ধে অনেক অভিযোগ। প্রায়ই এমন ঘটনা ঘটে। এরপরও আমরা স্বাভাবিক রাখতে কাজ করছি।

ওসি বলেন, এ ঘটনায় তিন কুলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিষয়টি মীমাংসা করতে উভয়পক্ষকে ডাকা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেব।

বাংলাদেশ সময়: ৪:৩৭:৫৫   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ