লন্ডন হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডন হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



লন্ডন হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে আজ যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাইকমিশনে আয়োজিত এক বিশেষ স্মারক অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান এবং মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বীরাঙ্গনাসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কুষ্টিয়ার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার রাজনৈতিক পটভূমির বর্ণনা করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
হাই কমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃতে ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিবনগর সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়, শরণার্থীদের ব্যবস্থাপনা ও মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুজিবনগর সরকারের অবদান বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা হয়ে থাকবে।’
হাই কমিশনার মুজিবনগর সরকারের প্রতি মুক্তিযুদ্ধ চলাকালে ভারত ও অন্যান্য বন্ধুপ্রতিম বন্ধুরাষ্ট্রগুলোর অসামান্য সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
তিনি মহানমুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞে অংশ নেয়ার জন্য নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি মুজিবনগরকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ঐতিহাসিক ভূমিকা ও অবদান ভবিষ্যত প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:১৩   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়তদের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ