ঈদের দিন আতশবাজি ফাটানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, হাসপাতালে ১৫

প্রথম পাতা » খুলনা » ঈদের দিন আতশবাজি ফাটানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, হাসপাতালে ১৫
শনিবার, ২২ এপ্রিল ২০২৩



ঈদের দিন আতশবাজি ফাটানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, হাসপাতালে ১৫

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঈদে আতশবাজি ফাটানোকে কেন্দ্র কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

শনিবার (২২ এপ্রিল) চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় উপজেলার কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাঠিপাড়া গ্রামের অহিদুল আলমগীর শেখ (৪৫), মকবুল শেখ (৫০), শেখ (৪০), আবুল হাসান (৩০), রবিউল ইসলাম (৫৫) ও কালু শেখ (৩৫)। তারা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন, আদিখালী গ্রামের মোহম্মদ শেখ (২৮), শাহজাহান শেখ (৩০), রবিউল শেখ (৪০), স্বাধীন শেখ (১৬) ও খায়রুল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯) ও জুয়েল শেখ।

জানা গেছে, শনিবার সকালে ঈদ উপলক্ষে ওই বিদ্যালয় মাঠে দোকানপাট বসে। এ সময় কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানের মধ্যে আদিখালী গ্রামের কিশোর স্বাধীন শেখ ও খাইরুল আতশবাজিতে আগুন ধরিয়ে ছুড়ে মারে। এতে বাজির শব্দে ক্রেতারা ভয় পান। এ নিয়ে কাঠিপাড়ার লোকজন স্বাধীনকে মারধর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই গ্রামের প্রায় ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫০:৫২   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
বাগেরহাটে নবনির্মিত আধুনিক পর্যটন মোটেলের উদ্বোধন
চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, গুরুত্বপূর্ণ নথি জব্দ
সাতক্ষীরায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে: বিচারপতি মাহমুদুল হক
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
খুলনায় মে দিবস পালিত
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ
চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ