একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-মন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ব্লক ইটের রোডম্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণের সাথে মত বিনিময়; জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রাবার চাষ উন্নয়নে করণীয় এবং জাহাজ ভাঙ্গা ও বালু উত্তোলনের কারণে উপকূল বিধ্বস্ত হবার বিষয়ে ‘Daily Stat’পত্রিকায় প্রকাশিত গত ২৪ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া, বিগত সভাগুলোর সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে আগামী অর্থ বছর থেকে সরকারি নির্মাণ ও মেরামত কাজে ব্লক ইট ব্যবহার নিশ্চিতকরণ এবং ব্লক ইট ব্যবহার সম্পর্কিত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে যৌথভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, বন বিভাগের ভূমি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে লীজ প্রদানের কারণ উদঘাটন এবং রাবার চাষের জন্য লীজকৃত ভূমিগুলো রাবার চাষের কাজে ব্যবহ্নত হচ্ছে কি না তা যাচাই বাছাই করে মতামত প্রদানের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিক্তির সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৬:৩৭   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান
আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সানির দোয়া ও স্মরণসভা
জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের
সুপার ওভারে জিতল রাজশাহী
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ডাকসু ভিপি
শিশুরা পেয়েছে নতুন বই, পাননি সপ্তম-অষ্টমের শিক্ষার্থীরা
প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে হত্যা, গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ