সিরাজগঞ্জে ৪ লাখ ৫৬ হাজার জাল টাকা সহ গ্রেফতার ১,

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে ৪ লাখ ৫৬ হাজার জাল টাকা সহ গ্রেফতার ১,
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



সিরাজগঞ্জে ৪ লাখ ৫৬ হাজার জাল টাকা সহ গ্রেফতার ১,

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোট, জাল টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদিসহ মো. ফরিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদুল উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামের মো. কালাচাঁনের ছেলে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম বলেন, বুধবার (১০ মে) উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া মাঠপাড়ায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে আটক করা হয়।
এসময় তার বাড়ি থেকে চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এর মধ্যে ৮০টি এক হাজার টাকার নোট, ৬৭৫টি ৫০০ টাকার নোট, ৮৫টি ২০০ টাকার নোট, ১২৫টি ১০০ টাকার নোট ও ১৮০টি ৫০ টাকার নোট রয়েছে। এছাড়া এক লিটার তারপিন, নকল টাকা তৈরির জেল, ৭০০ গ্রাম ফেবিকল আঠা, টাকা তৈরির একটি কাঠের ফ্রেম, টাকা তৈরির সবুজ রং, নকল টাকা তৈরি দুটি কাঠের পাটা, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছাপা ছবিসহ ১৭০ পিস সাদা কাগজ, একটি কালো পিসি, প্রিন্টার, টিভি, লেমেনেটিং মেশিন, বিভিন্ন রঙের ১৫/২০টি জোরিসহ জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল ডিবি পুলিশকে জানান, গত দেড় বছর ধরে তিনি নিজেদের বাড়িতে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলেন। আগামী ঈদুল আজহা উপলক্ষে তিনি দুই কোটি টাকার জাল নোট তৈরির মিশন হাতে নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:৪৩   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়: আসিফ নজরুল
বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন
মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে ৫ টাকা
শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ,আব্দুস সালাম পিন্টু
জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ