বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ : আমু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ : আমু
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের লোক মিলেমিশেই বসবাস করে। সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ বাংলাদেশ।
তিনি বলেন, এই সম্প্রীতি ধরে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দলকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অন্যথায় সম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের শান্তি বিনষ্ট করবে।
আমির হোসেন আমু আজ মঙ্গলবার সকালে সার্কিট হাউস হলরুমে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক ব্যক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমুখ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আমির হোসেন আমু বলেন, ১৯৭১ সালে এ দেশের জনগণ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য যুদ্ধ করেছিল। ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী চক্র জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার গঠন করে রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেয়া শুরু করে। যার কারনে পরবর্তী নির্বাচনে এ দেশের জনগণ তাদের প্রত্যাখান করে।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৪৬   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই
গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক
পে স্কেল বাস্তবায়নে যা বললেন অর্থ উপদেষ্টা
গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা
নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ
উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ