সিদ্ধিরগঞ্জে যুবক হত্যা, নারীসহ তিনজনের যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে যুবক হত্যা, নারীসহ তিনজনের যাবজ্জীবন
বুধবার, ২৪ মে ২০২৩



সিদ্ধিরগঞ্জে যুবক হত্যা, নারীসহ তিনজনের যাবজ্জীবন

সিদ্ধিরগঞ্জে সানোয়ার হোসেন নামে এক যুবক কুপিয়ে হত্যা মামলার দীর্ঘ এক যুগ পর আদালত নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। একই সাথে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব বিরোধের জেরে ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সানোয়ার হোসেনকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় প্রতিবেশী জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও একই এলাকার জয়নাল আবেদীন ওরফে জুনু।

পরে একটি ঘরে তাকে আটকে পিটিয়ে মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে অপহরণকারীরা। খবর পেয়ে স্থানীয়রা আহত সানোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সানোয়ারের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করলে পুলিশ আসামীদের গ্রেফতার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি আবদূর রহিম জানান, আদালত মামলাটিতে আটজনের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ সময়ের বিচার প্রক্রিয়া শেষে এই রায় প্রদান করেছেন। পরে আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩১   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন : আলী রীয়াজ
মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে ইসি : মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করে: জাতিসংঘ
ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!
পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই
গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ