ফতুল্লা স্টেডিয়াম উদ্ধারে আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা স্টেডিয়াম উদ্ধারে আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শনিবার, ২৭ মে ২০২৩



ফতুল্লা স্টেডিয়াম উদ্ধারে আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আমাদের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামটি দীর্ঘদিন পানির নিচে আছে। দীর্ঘ পাঁচ বছর ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট জমা দেয়া হয়েছে। আমরা আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। খুব শিঘ্রই আশা করি তা হবে।

শনিবার (২৭ মে) বিকেলে নগরীর শেখ রাসেল পার্ক স্টেডিয়ামে বঙ্গসাথী ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জের চারটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ বরাদ্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় জায়গার অভাবে আমরা করতে পারিনি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য আরেকটি প্রজেক্ট নেয়া হয়েছে। আশা করি তাও হবে।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার মোঃ আসলাম, সাবেক জাতীয় ফুটবলার হাজী আমিনুর রহমান সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫১:২৫   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী
বিডিএস বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে - ভূমিমন্ত্রী
স্বাধীনতা আন্দোলনের পেছনে অন্যতম কারণ ছিল অর্থনৈতিক মুক্তি
দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর
যেকোন দৃষ্টিকোণ থেকে সমাজসেবা উত্তম কাজ - ধর্মমন্ত্রী
কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর
মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী
সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত করেছেন -পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ