শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে : মন্ত্রী গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে : মন্ত্রী গাজী
বুধবার, ৩১ মে ২০২৩



শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে : মন্ত্রী গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের মাইল ফলক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে। দেশ এগিয়ে গেছে বলেই নিজের দেশের টাকায় আমরা পদ্মা সেতু করতে পেরেছি। রূপপুর বিদ্যুত কেন্দ্র ও বঙ্গবন্ধু ট্যানেল করতে পেরেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সুখি সমৃদ্ধ দেশে পরিনত হবে।

বুধবার (৩১ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বার্ষিক বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ।

এই বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৬০ হাজার ২শ’ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১ শ’ টাকা। এছাড়াও উদ্বৃত রয়েছে ১৬ লাখ ৪০ হাজার ১শ’ টাকা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন হয়েছে। এখনও বহু উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাকী অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো দ্রুত শেষ করা হবে।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ এর সভাপতিত্বে এবং মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আলতাফ হোসেন গোলবক্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিক মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য আব্দুল মান্নান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, মানিক মিয়া, রায়হান মিয়া রনি, আজাহার হোসেন ভুঁইয়া, মোহাম্মদ তাওলাদ হোসেন, মোহাম্মদ আবু ভুঁইয়া, আলম মিয়া, আলহাজ্ব গোলাম মোহাম্মদ ভুঁইয়া, সংরক্ষিত মহিলা সদস্য লাভলী আক্তার, জীবন্নেসা বেগম ও রেহেনা আক্তার সহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৬   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ