বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

২০২৩-২৪ অর্থবছরে কৃষিখাতে ২৫ হাজার ১২২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

প্রথম পাতা » অর্থনীতি » ২০২৩-২৪ অর্থবছরে কৃষিখাতে ২৫ হাজার ১২২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



---

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয় খাতে ২৫ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ২৪ হাজার ২২৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৩৩ হাজার ৮০৯ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে কৃষিখাতে ২৫ হাজার ১২২ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২২-’২৩ অর্থবছরে ছিল ২৪ হাজার ২২৪ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৩৩ হাজার ৮০৯ কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২৩-’২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি ৫র্থ বাজেট এবং দেশের ৫২ তম বাজেট।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০০   ৯৬ বার পঠিত