নর্তকী নয়, অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চান নোরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নর্তকী নয়, অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চান নোরা
শনিবার, ৩ জুন ২০২৩



নর্তকী নয়, অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চান নোরা

বলিউডে ‘আইটেম কুইন’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ইতোমধ্যে। তার নাচের ঝলকে কুপোকাত আট থেকে আশি। তাই তো প্রযোজকেরা তার দ্বারে ধর্না দেন। দাবি একটাই, তাদের ছবিতে স্বল্প উপস্থিতি দিয়ে খারাপ ছবিকেও উতরে দাও।

কিন্তু কী বলছেন নোরা? তিনি জানান, সারাক্ষণ আশঙ্কায় থাকেন এই বুঝি প্রযোজকের ফোন এলো! কিন্তু অনেক হয়েছে আর না। এবার নিজেকে অভিনেত্রী হিসেবে দাঁড় করাবেন। তার কথায়, ‘আমি যখন হ্যাঁ বলি, সেটার মানে নিজের পুরোটা দিয়ে দেব। তাই বুঝেশুনে রাজি হই।’

এখন ‘না’ বলতে শিখেছেন নোরা। তাই তো কাজের ক্ষেত্রে হাজারটা শর্ত জুড়ে দেন। নোরার দাবি, অনেক স্বার্থত্যাগ করেছেন আগে, তাতে কিছু লাভ হয়নি। তাই এখন লাগামটা শক্ত হাতে ধরেছেন। নোরার কথায়, ‘আমি নিজের সেরাটা দিই। মঞ্চে হোক বা ক্যামেরার সামনে এমন নিখুঁতভাবে কাজ করব যে কিছুই পড়ে থাকবে না। সবটা খেয়ে নেব।’

নোরার ভাষ্য, ‘যদি দশটা গানের প্রস্তাব দেওয়া হয় আমি একটা হ্যাঁ করি, বড়জোর দুটো। কখনো কখনো সবগুলোই না করে দিই। কারণ এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি আমায় ছকে ফেলে দিতে চাইবে। দৃষ্টিভঙ্গি বেশিরভাগ ক্ষেত্রেই খুব সংকীর্ণ।’

বলিউডের ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ এবং ‘ভুজ- দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিগুলোতে অভিনেত্রী হিসেবে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন নোরা। হাতে আছে আরও বেশ কয়েকটি ছবি। অভিনেত্রী হওয়ার দৌড়ে এখন থেকেই নিজেকে শামিল করছেন এই আইটেম গার্ল।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৯   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৫৮ হাজার
পিএসজিকে মাটিতে নামিয়ে শিরোপা জিতল চেলসি
আলকারাজকে হারিয়ে উইম্বলডনের ‘রাজা’ সিনার
একরাতেই ৬০০ ড্রোন-মিসাইল দিয়ে রাশিয়ার হামলা!
আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আত্মবিশ্বাস না থাকলে মানুষ খারাপ প্রভাবে প্রভাবিত হয়: ডিসি
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল
রেকর্ড জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ