মেসিকে বিদায় জানাতে হাজির হলেন নেইমার

প্রথম পাতা » খেলাধুলা » মেসিকে বিদায় জানাতে হাজির হলেন নেইমার
রবিবার, ৪ জুন ২০২৩



মেসিকে বিদায় জানাতে হাজির হলেন নেইমার

হার দিয়ে চলতি মৌসুম শেষ হলো ফরাসি ক্লাব পিএসজির। যদিও লিগ ওয়ানের শিরোপা আগেই দখলে নিয়েছে ক্লাবটি। এদিকে, শেষ ম্যাচে পিএসজিকে বিদায় বলেছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। আর বিদায়ী সেই মুহূর্তে হাজির হন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র।

শনিবার (৩ জুন) লিগ ওয়ানে চলতি মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্তের বিপক্ষে ২-৩ গোলে হেরেছে মেসিদের ক্লাব পিএসজি। ম্যাচটিতে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও রামোস। সহজ কিছু গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মেসি।

এদিকে, ম্যাচটিতে মাঠে না নামলেও মেসি-রামোসদের বিদায়ী ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে লিগ জয়ের আনন্দও উদ্‌যাপন করেন তিনি। আর প্রিয় বন্ধু মেসিকে বিদায় জানিয়েছেন কাছ থেকে।

মেসি-রামোস বিদায় জানালেও পিএসজি ছাড়ার ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানাননি নেইমার। যদিও গুঞ্জন রয়েছে, এ মৌসুমেই ফ্রান্স ত্যাগ করবেন ব্রাজিল তারকা। তবে এখন পর্যন্ত নেইমারের ক্লাব ও ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানা যায়নি।

ছয় মৌসুম ধরে পিএসজিতে আছেন নেইমার। ফরাসি পত্রিকা লা পারিসিয়ান জানিয়েছে, কয়েক দিন আগে বাড়ির সামনে পিএসজি সমর্থকদের বিক্ষোভ মোটেও ভালোভাবে নেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ঘনিষ্ঠজনের কাছ থেকে পাওয়া তথ্য উল্লেখ করে পত্রিকাটি আরও জানায়, এ বিক্ষোভের কারণেই নাকি প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।

গত ২০ ফেব্রুয়ারি পিএসজির জার্সিতে খেলার সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান নেইমার। এরপর থেকেই দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। মার্চ মাসে দোহায় তার পায়ে অস্ত্রোপচার করানো হয়। তারপর থেকে মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন নেইমার।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৩   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ
অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ