লিঙ্গ সমতা আনয়নে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » লিঙ্গ সমতা আনয়নে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে - স্পীকার
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



লিঙ্গ সমতা আনয়নে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে - স্পীকার

ঢাকা, ১৫ জুন ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারীদের একান্ত সহজাত এবং আবশ্যক প্রয়োজনীয়তাগুলো চিহ্নিত করতে হবে। শিক্ষা ও কর্মজীবনসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের এসব প্রয়োজনীয়তা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, লিঙ্গ সমতা আনয়নে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে।

আজ সংসদ ভবনস্থ কেবিনেট কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় “অ্যাকসিলারেটিং দ্যা ইমপ্লিমেন্টেশন অফ আইসিপিডি প্রোগ্রাম অ্যাকশন টু হার্নেস জেন্ডার ডিভিডেন্ড” কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস উপস্থিত ছিলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি এমপি’র সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় এ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত-সচিব এম এ কামাল বিল্লাহ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ’র পিপিআর প্রধান ড. মো. শহীদুল ইসলাম। কর্মশালার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ পর্বে সংসদ সদস্যগণ মূল্যবান মতামত প্রদান করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী কর্মজীবী নারীদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ভাতা বাস্তবায়নের পাশাপাশি সমাজের অতি দরিদ্র নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতাও বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় জেন্ডার ডিভিডেন্ড এর সুফল পেতে অতিদ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

স্পীকার বলেন, বাল্যবিবাহ সম্পূর্ণভাবে বন্ধ না হওয়ার কারণগুলো খুঁজে বের করতে হবে। শ্রমক্ষেত্রে নারীর অংশগ্রহণকে অনুপ্রাণিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নারীদের প্রাপ্যতা ও অধিকার সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক ভিডিও বার্তা প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে।

এ কর্মশালায় সংসদ সদস্য হিসেব স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ, ম রুহুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, মো: নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফখরুল ইমাম, উম্মে কুলসুম স্মৃতি, আরমা দত্ত, বাসন্তী চাকমা, সৈয়দা রুবিনা আক্তার, আদিবা আনজুম মিতাসহ সংসদ সদস্যগন, ইউএনএফপিএ’র প্রতিনিধিবৃন্দ, এসপিসিপিডি প্রকল্পের ডিপিডি এ কে এম আব্দুর রহিম ভুইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:২৯   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ