২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ১৫ জুন, ২০২৩ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বলেছেন, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে, ক্যাপটিভ এবং নবায়নযোগ্য জ্বালানীসহ দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার ৩৬১ মেগাওয়াট। এ পর্যন্ত গত ১৯ এপ্রিলে সর্বোচ্চ ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বর্তমান সরকার যখন ২০০৮ সালে ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট ও প্রকৃত উৎপাদন ছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট।
তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকার তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেগুলো নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে যার মধ্যে রয়েছে- বিদ্যুৎ খাতকে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গ্রহণ করা, বিদ্যুৎ উৎপাদনের জন্য তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ আইন ২০১৮ প্রণয়ন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইন ২০১০ প্রণয়ন, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী বহুমুখীকরণ, বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানী সরবরাহ নিশ্চিত করা, এডিপি’র অধীনে বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা এবং নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে বিদ্যুৎ প্রকল্পের সময়মত বাস্তবায়ন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১২   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাকসুর ভোটের তারিখ পরিবর্তন
ফতুল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে নৌপথে চাঁদাবাজির চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা
বিএনপিতে ঐক্যের ডাক দিলেন মাসুদুজ্জামান মাসুদ
কদমরসূল সেতু নির্মাণসহ ১১ দফা দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি
এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়
ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর: ৫টি নদী পুনঃখনন করবে সেনাবাহিনী
ব্রহ্মপুত্রের ভাঙনে দিশাহারা এলাকাবাসী, নদীশাসন চান ক্ষতিগ্রস্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ