টানা সপ্তম ম্যাচে হারের লজ্জা মেসির নতুন দলের

প্রথম পাতা » খেলাধুলা » টানা সপ্তম ম্যাচে হারের লজ্জা মেসির নতুন দলের
রবিবার, ২৫ জুন ২০২৩



টানা সপ্তম ম্যাচে হারের লজ্জা মেসির নতুন দলের

ইন্টার মিয়ামির জার্সিতে মেসির অভিষেকের দিন ঘনিয়ে আসছে। আগামী মাসেই মেজর লিগ সকারের দলটির জার্সি গায়ে চাপাবেন এই কিংবদন্তি। ইন্টার মিয়ামির সমর্থকরা হয়তো আরও বেশি করে আকুল হয়ে আছে দলটার বর্তমান অবস্থার কারণে। হারের বৃত্তবন্দী দলটার ত্রাণকর্তা হিসেবে মেসির চেয়ে যোগ্য আর কেইবা হতে পারে!

জিততেও ভুলে গেছে ইন্টার মিয়ামি। লিওনেল মেসির নতুন ক্লাব যে টানা সপ্তম ম্যাচে হারের মুখ দেখল। শনিবার (২৪ জুন) ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে খেলতে গিয়ে সফরকারী ইন্টার মিয়ামি ৪-১ গোলের বড় হারের লজ্জায় পড়েছে।

ফিলাডেলফিয়ার মাঠ সুবারু পার্কে এদিন প্রথমার্ধেই ৩ গোল হজম করে বসে ইন্টার মিয়ামি। ১৪ মিনিটের মাথায় গোলের খাতা খোলেন জ্যাকব গ্লেসনেস। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান কারানজা। এটি চলতি মৌসুমে তার দশম গোল।

এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লিওন ফ্লেচ তৃতীয় গোল এনে দেন ফিলাডেলফিয়াকে। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্ট টেইলর মিয়ামির হয়ে ব্যবধান কমান। কিন্তু তাদের একের পর এক ভুল চলতেই থাকে। যার খেসারত দেয় ৬৮ মিনিটে আত্মঘাতী গোলে। ডেভিড রুইজের আত্মঘাতী গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফিলাডেলফিয়ার।

চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ১৮ ম্যাচে মাত্র ৫টিতে জয়ের দেখা পেয়েছে গোলাপি জার্সিধারী ইন্টার মিয়ামি। বাকি ১৩ ম্যাচের সবগুলোতেই হেরেছে। চলতি মৌসুমে এমএলএসের সবচেয়ে বাজে গোলগড়ও তাদের (-১১)। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার একদম তলানিতে অবস্থান করছে মেসির নতুন দল।

২১ জুলাই লিগ কাপের ম্যাচে লিগা ম্যাক্সের দল ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেকের কথা আছে মেসির। এছাড়া, দলটিতে যোগ দিচ্ছেন মেসির বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুস্কেটস। পরিবর্তন আসছে কোচিং প্যানেলেও। ডাগআউটে মেসির কোচের দায়িত্ব নেবেন আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।

বাংলাদেশ সময়: ১৪:২৪:৫৬   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ
শেষ মুহূর্তে সিটির হারে ম্লান হালান্ডের কীর্তি
চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক
লিভারপুল-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ আজ
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর পেনাল্টিতে বড় জয়ের শুরু আল নাসরের
মৌসুমে প্রথম জয়ের খোঁজে বার্নলির মুখোমুখি ইউনাইটেড
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি
প্রীতির হ্যাটট্রিকে আবারো নেপালকে হারিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ