নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো : আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো : আইভী
রবিবার, ২৫ জুন ২০২৩



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাতের সময় বলেন, এই শহরের উন্নয়নের স্বার্থে সকলের সাথে বসবো, কথা বলবো এবং কাজ করবো।

তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রবিবার (২৫ জুন) দুপুরে নগরভবনে মেয়রের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি আমার বাবার আদর্শের অনুসারী হয়েই কাজ করি এই শহরে। কারো সাথে আমার কোনো শত্রুতা নেই, বন্ধুত্ব সকলের সাথে।

ব্যক্তিগত ভাবে কারো সাথে আমার কোনো রেষারেষি নেই। এই শহরের সকল মানুষের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, মাঝে মাঝে সত্য কথা বলতে হয়, আর ঐ সত্য কথা বলার কারণে হয়তো বন্ধুত্বের সংখ্যা কমে যায়। কিন্তু সত্য থেকে আমি সরে আসতে পারবো না, সত্য অনেক কঠিন। তার মানে এই না যে, নারায়ণগঞ্জের স্বার্থে কারো সাথে বসবো না, কথা বলবো না, তা কিন্তু নয়। তার প্রমাণ কিন্তু আপনারা একাধিকবার পেয়েছেন।

আমার এই আসনের এমপি, সেলিম ওসমান সাহেব কিন্তু সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন।

এছাড়া ২০০৪ সালে যখন বন্যা হলো, তখন কিন্তু মাসুদ (সাংবাদিক আবু সাউদ মাসুদ) ভাই ও দিপু (সাংবাদিক আরিফ আলম দিপু) ভাইকে সাথে নিয়ে সেলিম ভাই (সেলিম ওসমান) এসে নারায়ণগঞ্জ পৌরসভায় ১০০০ টন চাল ও দুধ দিয়ে গেছেন। নারায়ণগঞ্জের স্বার্থের জন্য আমি কখনো পিছ পা হইনি।

তাঁর সাথে সাক্ষাত করতে আসায় প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন পরিষদের পক্ষে নেতৃত্ব দেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট উপহার প্রদান করেন।

সাক্ষাতকালে প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পূর্বে আমাদের প্রধান প্রতিশ্রুতি ছিলো নারায়ণগঞ্জের উন্নয়ণে দলমত নির্বিশেষে আমরা সকলকে নিয়ে কাজ করবো।

আমাদের এই প্রতিশ্রুতিতে আস্থা রেখে ভোটাররা তাঁদের মূল্যবান ভোট প্রদান করে আমাদের পূর্ণ প্যানেলকে বিশাল ভোটের ব্যবধানে নিরঙ্কুশভাবে জয়ী করেছেন। ফলে প্রেস ক্লাবের উন্নয়নে আমাদের দায়িত্বও বেড়ে গেছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়নে আমরা আপনাকে পাশে চাই।

সাংবাদিকদের কল্যাণে একটি কল্যাণ ফান্ড করার প্রতিশ্রুতিও নির্বাচনী ইশতেহারে ছিলো উল্লেখ করে সাংবাদিক কল্যাণ ফান্ডে সহযোগিতা করার দাবি তুলে ধরে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সবসময় পাশে পাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, আবু আল আমিন খান মিঠু, স্থায়ী সদস্য প্রণব কৃঞ্চ রায়, মো: শফিকুল ইসলাম, হাসান উল রাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১১   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানুষের সেবা করতে করতে জীবনটা পার করে দিব: মামুন মাহমুদ
সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ
ঢাবিতে ‘ভিশনএক্স : এআই পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতা
শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
জার্মানি-বাংলাদেশের সহযোগিতায় টেকসই জ্বালানি রূপান্তর সম্মেলন
সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব : ডিএসসিসি প্রশাসক
লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানি
জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু
নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আওয়ামী লীগের নেই: প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ