বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদ্‌যাপন করছে। তবে বৃষ্টির কারণে সকাল থেকে নামাজ ও কোরবানি দিতে বেগ পেতে হচ্ছে সবাইকে।

আষাঢ়ের বৃষ্টিময় দিনে এলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। খুশির এই ঈদে বাগড়া দিয়েছে বৃষ্টি। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নামাজ পড়ার পাশাপাশি পশু কোরবানি দিতেও বিড়ম্বনায় পড়ছেন কমবেশি সবাই।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদের নামাজের পরই ঢাকার সব অলিগলিতে বৃষ্টিতে ভিজেই পশু কোরবানি শুরু করেছেন সবাই। তবে যাদের সুযোগ আছে তারা বাসার নিচের গ্যারেজে পশু কোরবানি করেছেন। আর এজন্য পাড়া-মহল্লার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

এদিকে কোরবানিতে পশু জবেহ করার পর মাংস কাটায় ব্যস্ত সময় পার করছেন কসাইরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবছরের মতো এবারও কসাইরা এসছেন। তারা বলছেন, ঢাকায় গরু প্রতি কমিশন ভালো পাওয়া যায়, তাই তাদের আগ্রহও থাকে।

আর কসাই সংকটের কারণে সবাই আজ কোরবানি করছেন না। কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন পশু কোরবানি করবেন।

এদিকে বৃষ্টি হওয়ায় কোরবানি ব্যবস্থাপনায় ভীতি জাগাচ্ছে সবার মধ্যে। যদিও জলাবদ্ধতায় পশুর বর্জ্য ও রক্তে দূষণ ছড়ানো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সিটি করপোরেশন। যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণে গুরুত্ব দিচ্ছে তারা।

পবিত্র ঈদুল আজহায় এ বছর দেশে প্রায় ১ কোটি ৫ লাখ পশু কোরবানি দেয়া হবে। শহরকেন্দ্রিক সবচেয়ে বেশি সংখ্যক পশু কোরবানি হবে রাজধানী ঢাকায়।

বাংলাদেশ সময়: ১১:১৯:০২   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ