সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর

সৌদি আরবের রাজধানী জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন হলেন বন্দুকধারী; অপরজন নেপালি প্রবাসী।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবকাঠামোর কাছে গাড়ি থামান এবং হাতে অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হন। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেন।’ ওই সময় তাদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি হয়। এতে প্রাণ হারান তিনি।

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কাজ করা এক নেপালি প্রবাসী ওই সময় গুলিবৃদ্ধ হন। সেখানে তিনি সিকিউরিটি গার্ডের দাায়িত্বে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে গুলির আঘাতে মৃত্যু হয় তার।

কেন ওই অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে মার্কিন কনস্যুলেটের কাছে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল— সেই কারণ খুঁজে বের করতে এখন তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যম আল আরাবিয়াকে নিশ্চিত করেছেন, ওই গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা বিষয়টি তদন্ত করছে। কনস্যুলেট যথাযথভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনো মার্কিন নাগরিক এই হামলায় ক্ষতিগ্রস্ত হননি।’

গুলিতে যে নেপালি সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: আল আরাবিয়া

বাংলাদেশ সময়: ১৭:০৩:৫১   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্কে বন্দুক হামলায় ৩ জন নিহত
বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন এরদোয়ান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিষেধাজ্ঞার হুমকি দক্ষিণের
নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল
কমলাকে আগাম ভোট দিলেন জো বাইডেন
হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাইম কাসেম
উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা রাশিয়ায়
হামাসের বিরুদ্ধে যুদ্ধে আহত ইসরাইলি কমান্ডারের মৃত্যু
মালয়েশিয়ার সাবাহ প্রদেশে হাইকমিশনের সিরিজ মিটিং, নতুন সুযোগের সম্ভাবনা
গাজায় যুদ্ধবিরতি : মিসরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ