বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হেলালের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হেলালের মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হেলালের মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জামালপুরের সরিষাবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে আমতলা গেন্দারপাড়া মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ সহস্রাধিক নৌকা সমর্থক ও নেতাকর্মীরা অংশ নেয়।

মতবিনিময় সভায় মো. জামাল উদ্দিন বিএসসির সভাপতিত্বে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও নৌকার দাবিদার প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এছাড়াও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ মো. স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মাহবুবুল আলম মঞ্জু, উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফরিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান মধু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুর সাত্তারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০:১২:৪১   ১৩৪ বার পঠিত