শাহজালালে যুবকের ব্যাগে মিলল ২৪০০ পিস ইয়াবা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালালে যুবকের ব্যাগে মিলল ২৪০০ পিস ইয়াবা
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩



শাহজালালে যুবকের ব্যাগে মিলল ২৪০০ পিস ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ২৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৪ জুলাই) সকালে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনে অবস্থিত পার্কিংয়ের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম দ্রুব দাশ (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা।

এ ব্যাপারে এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন তথ্য পেয়ে এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানিক দল বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনে সকাল থেকে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে অভিযুক্ত দ্রুব দাশ এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে অভিযানিক দল।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহনের কথা তিনি অস্বীকার করেন। পরে এপিবিএনের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এরপর তিনি তার কাছে থাকা নীল রঙের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। গণনার পর দেখা যায় সেখানে ২৪০০ পিস ইয়াবা রয়েছে। দ্রুব দাশ কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। তার কাছ থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাত লাখ ২০ হাজার টাকা।

অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫৬   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিতে কোনো ভাড়াটিয়া বা শিল্পপতির প্রয়োজন নেই: সাখাওয়াত
জামালপুরে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে অভিমানে বোনের আত্মহত্যা
সার্ক কৃষিকেন্দ্র প্রকল্পের মাধ্যমে কৃষিভিত্তিক ব্যবসার সম্প্রসারণ
বিএনপি একটি সুশৃঙ্খল দল এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে : আমীর খসরু
কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করলেন সমাজকল্যাণ উপদেষ্টা
বেইজিংয়ে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত
বহু স্রোতের মোহনা একটিই, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা : আলী রীয়াজ
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ