দেশের উন্নয়নে বড় অবদান রেখেছে আন্তর্জাতিক বাণিজ্যের সাফল্য : তপন কান্তি ঘোষ

প্রথম পাতা » অর্থনীতি » দেশের উন্নয়নে বড় অবদান রেখেছে আন্তর্জাতিক বাণিজ্যের সাফল্য : তপন কান্তি ঘোষ
রবিবার, ৬ আগস্ট ২০২৩



দেশের উন্নয়নে বড় অবদান রেখেছে আন্তর্জাতিক বাণিজ্যের সাফল্য : তপন কান্তি ঘোষ

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে। তাই এক্ষেত্রে জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।
রোববার রাজধানীর কারওয়ানবাজার বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে ‘আমদানি-রপ্তানির নিয়ম ও পদ্ধতি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, বণিক সমিতি এবং আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য বিএফটিআই এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত ডকুমেন্টেশন, আমদানি-রপ্তানি পদ্ধতি, ব্যাংকিং নিয়মাবলি, শুল্ক আইন, কাস্টমস, মালামালের ছাড়পত্র এবং চালানের জন্য প্রয়োজনীয় বিধি-বিধানের বিষয়ে জ্ঞান লাভ করেন।
কর্মশালায় তপন কান্তি ঘোষ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং উন্নত বিশ্বে অগ্রসর হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে আন্তর্জাতিক বাণিজ্যে জ্ঞানসমৃদ্ধ দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দক্ষ উদ্যোক্তা ও দক্ষ ব্যবস্থাপক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন জানান, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিএফটিআই নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছে। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৬   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার
অর্থনীতিতে কাঙ্ক্ষিত স্বস্তি ফেরেনি: টিআইবি
সিআইডিতে মিনেসোটা প্রটোকলবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
ঋণ প্রবৃ‌দ্ধির লক্ষ্য ক‌মিয়ে অপরিবর্তিত নীতি সুদহার
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত
রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
৫ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ