একদিনের সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে, পাহাড়ি ঢলের আশঙ্কা

প্রথম পাতা » চট্টগ্রাম » একদিনের সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে, পাহাড়ি ঢলের আশঙ্কা
সোমবার, ৭ আগস্ট ২০২৩



একদিনের সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে, পাহাড়ি ঢলের আশঙ্কা

চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। গতকাল সকাল ৯টা থেকে সোমবার (৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাতই চলতি মৌসুমের সর্বোচ্চ। এর ফলে, চট্টগ্রাম বিভাগে পাহাড়ি ঢলেরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থাটি।

আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই সক্রিয় মৌসুমী বায়ুর ফলেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং আগামী তিনদিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড, রাঙ্গামাটি ও কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সৈয়দপুরে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১২:২৯:৪০   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালেন মির্জা আব্বাস
বিগত দিনে ভিন্ন মতের সাংবাদিকরা ছিলো বঞ্চিত: এম আবদুল্লাহ
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন
গণমাধ্যম সংস্কার কমিশনে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তে দুই লাখ ৮০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল চোরাকারবারিরা
পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ