অভিনয় জীবনে কখনও পরিকল্পনা করে কিছু করিনি : মোশাররফ করিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিনয় জীবনে কখনও পরিকল্পনা করে কিছু করিনি : মোশাররফ করিম
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



অভিনয় জীবনে কখনও পরিকল্পনা করে কিছু করিনি : মোশাররফ করিম

দেশের নাট্যজগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মঞ্চনাটক দিয়ে তার অভিনয় শুরু। ১৯৯৯ সালে প্রথম কামেরার সামনে দাঁড়ান তিনি। ইতোমধ্যে ক্যারিয়ারে প্রায় দুই যুগ পার করে ফেলেছেন জনপ্রিয় এই তারকা। কাজ করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। নিজের সাবলীল অভিনয় দক্ষতায় অর্জন করেছেন অগণিত দর্শকের ভালোবাসা।

শুধু দেশেই নয়, জনপ্রিয়তা পেয়েছেন পশ্চিমবঙ্গেও। অভিনয় জীবনের দীর্ঘ এই সময়ে তার মাথায় যুক্ত হয়েছে নানা সাফল্যের পালক। ক্যারিয়ারে নিজেকে অধ্যবসায়ী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। পর্দায় ফুটিয়ে তুলেছেন ভিন্ন মাত্রার সব চরিত্রে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মোশাররফ করিম জানান, অভিনয় জীবনে কখনও পরিকল্পনা করে কোনো কিছু করেননি।

অভিনেতা বলেন, অভিনয় জীবনের কোনো কিছুই আমি পরিকল্পনা করে শুরু করিনি। কোনো চরিত্র পছন্দ করার আগে হিসাব করিনি বা বিশেষ কোনো প্রস্তুতিও নেইনি। অভিনেতা হিসেবে আমার কাজ অভিনয় করা। আমি সবসময় সেটাই করেছি।

দুই যুগের ক্যারিয়ারে কোন চরিত্রটা তার সবচেয়ে পছন্দ? এমন প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, এভাবে নির্দিষ্ট কোনো একটার কথা বলতে পারব না। ‘৪২০’, ‘মুন্না’, ‘ঠুয়া’, ‘হিমু’, ‘ওসি হারুন’ সবকটিই ভালোলাগার চরিত্র। সবকটির জন্যই কষ্ট করেছি। প্রত্যেকটার সঙ্গে কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে।

অভিনয় জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, অপ্রাপ্তি বলতে কোনো কিছু নেই। যা পেয়েছি শুকরিয়া। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি নির্মাতা ও দর্শকদের কাছেও কৃতজ্ঞ। সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। এটা নিয়েই বাকি জীবন কাটিয়ে দিতে চাই।

বর্তমানে কলকাতার ‘হুব্বা’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। এটি নির্মাণ করছেন ব্রাত্য বসু। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক। যেখানে নতুন লুকে রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৭   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর
শিক্ষা কূটনীতি জোরদারে ঢাকায় আসছে মালদ্বীপের প্রতিনিধি দল
ওআইসি বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
দুর্নীতি করলে জেলে পচতে হবে : শামা ওবায়েদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক
রূপগঞ্জে দুই সাংবাদিককে পেটানোর অভিযোগ, গ্রেপ্তার ১
গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে : জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ