ব্রিকসে সদস্যপদ না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রিকসে সদস্যপদ না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রসচিব
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ব্রিকসে সদস্যপদ না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রসচিব

ব্রিকসে সদস্যপদ না পাওয়ায় আশাহত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের তিনি এ তথ্য জানান।

মাসুদ বিন মোমেন বলেন, ব্রিকসে সদস্য হওয়ার বিষয়ে রাজনৈতিক এবং আঞ্চলিক অনেক ইস্যু আছে। এখানে ভারসাম্যেরও একটা বিষয় আছে। লাতিন আমেরিকা থেকে একজন, নর্থ আফ্রিকা থেকে একজন আবার মধ্যপ্রাচ্য থেকে একজন নিয়েছে। সুতরাং তারাও জিওগ্রাফিক্যাল একটা ব্যালেন্সের চেষ্টা করেছে। আমাদের পাশে আরও দেশ ছিল। যারা আগ্রহী ছিল তারা পায়নি। এটা একটা চলমান প্রক্রিয়া। বলতে পারেন আমরা ছয়জনের মধ্যে এবার ছিলাম না। কিন্তু আমরা ব্রিকসের রিয়েল যে আউটরিচটা (নিউ ডেভেলপমেন্ট ব্যাংক) আছে, ওটার মাধ্যমে আমাদের লাভবান হওয়ার সুযোগটা আছে। সেটাতেই আমরা আছি।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি পরবর্তী ধাপে বাংলাদেশ ব্রিকসে যুক্ত হতে পারবে। সবাই যেভাবে বলছিল, ব্রিকস জি-৭ বা পশ্চিমা অর্থনীতির বিকল্প প্ল্যাটফর্ম হবে কিন্তু বিষয়টি এতটা সহজ না। এবার আমরা সে ধরনের কিছু দেখিনি। ব্রিকসের ১৫ বছর হয়ে গেছে। এই লম্বা সময়ে একমাত্র এনডিবি ছাড়া তেমন কিছু চোখে পড়েনি। আমরা এনডিবির পার্ট আছি, এখানে আশাহতের কিছু নেই। সুতরাং আমাদের আরও সময় আছে।

মাসুদ বিন মোমেন আরও বলেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। এনডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। উনি বাংলাদেশে আসার কথা বলেছেন। আগামী মার্চ মাসে হয়তো তিনি আসবেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৬   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে অস্থিতিশীলতায় ফুলেফেঁপে উঠছে ভারতের তৈরি পোশাক খাত
বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে বসনিয়া ও হার্জেগোভিনা, আজারবাইজানকে আহ্বান রাষ্ট্রপতির
একদিনেই লেবাননে ৯৫ জনকে হত্যা করেছে ইসরায়েল
আন্দোলনের কারণে সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথের লঙ্ঘন করেছেন: আইন উপদেষ্টা
সালাহউদ্দিন নোমান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
উখিয়ার আশ্রয়শিবিরে গুলি করে একই পরিবারের তিনজনকে হত্যা
প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম
পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
আইসিএমএইচকে ‘সুপার স্পেশালাইজড’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ