ব্রিকসে সদস্যপদ না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রিকসে সদস্যপদ না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রসচিব
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ব্রিকসে সদস্যপদ না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রসচিব

ব্রিকসে সদস্যপদ না পাওয়ায় আশাহত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের তিনি এ তথ্য জানান।

মাসুদ বিন মোমেন বলেন, ব্রিকসে সদস্য হওয়ার বিষয়ে রাজনৈতিক এবং আঞ্চলিক অনেক ইস্যু আছে। এখানে ভারসাম্যেরও একটা বিষয় আছে। লাতিন আমেরিকা থেকে একজন, নর্থ আফ্রিকা থেকে একজন আবার মধ্যপ্রাচ্য থেকে একজন নিয়েছে। সুতরাং তারাও জিওগ্রাফিক্যাল একটা ব্যালেন্সের চেষ্টা করেছে। আমাদের পাশে আরও দেশ ছিল। যারা আগ্রহী ছিল তারা পায়নি। এটা একটা চলমান প্রক্রিয়া। বলতে পারেন আমরা ছয়জনের মধ্যে এবার ছিলাম না। কিন্তু আমরা ব্রিকসের রিয়েল যে আউটরিচটা (নিউ ডেভেলপমেন্ট ব্যাংক) আছে, ওটার মাধ্যমে আমাদের লাভবান হওয়ার সুযোগটা আছে। সেটাতেই আমরা আছি।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি পরবর্তী ধাপে বাংলাদেশ ব্রিকসে যুক্ত হতে পারবে। সবাই যেভাবে বলছিল, ব্রিকস জি-৭ বা পশ্চিমা অর্থনীতির বিকল্প প্ল্যাটফর্ম হবে কিন্তু বিষয়টি এতটা সহজ না। এবার আমরা সে ধরনের কিছু দেখিনি। ব্রিকসের ১৫ বছর হয়ে গেছে। এই লম্বা সময়ে একমাত্র এনডিবি ছাড়া তেমন কিছু চোখে পড়েনি। আমরা এনডিবির পার্ট আছি, এখানে আশাহতের কিছু নেই। সুতরাং আমাদের আরও সময় আছে।

মাসুদ বিন মোমেন আরও বলেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। এনডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। উনি বাংলাদেশে আসার কথা বলেছেন। আগামী মার্চ মাসে হয়তো তিনি আসবেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৬   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
দেশের প্রথম সর্বাধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন
পলিথিনের পরিবর্তে সাশ্রয়ীমূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন উপদেষ্টার
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব
সুষ্ঠু নির্বাচন নির্ভর করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর
মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপিত
আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের
লিভারপুল-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ আজ
‎‎সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ