ওপরে মুরগির খামার নিচে মাছের ঘের বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » ওপরে মুরগির খামার নিচে মাছের ঘের বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



ওপরে মুরগির খামার নিচে মাছের ঘের বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর

মাছের ঘেরের ওপরে মুরগির খামারের খবর শুনে বিস্মিত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ গড়ায় নিরাপদ খাদ্যের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

খাদ্যমন্ত্রী বলেন, যতই নিরাপদ খাদ্যের সেমিনার করি না কেন ওপরে মুরগিুর খামার নিচে মাছের ঘের হলে এসব সেমিনার কাজে আসবে না। এতে করে মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জেনে শুনে আমরা বিষপান করছি। দ্রুত জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণ করবেন। এসব খামার বন্ধ করে দেবেন। আমরা চাই একটি সুন্দর আগামী।

তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু মজুত ও ভেজালের বিরুদ্ধে আইন করেছিলেন। তখন খাদ্যের নিশ্চয়তা কঠিন ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যের নিশ্চয়তা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ায় এখন নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছেন। অনিরাপদ খাদ্যের ফলে দিন দিন ব্যধি বাড়ছে। ছোট ছোট শিশুরও ক্যানসার হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই।

খাদ্যমন্ত্রী বলেন, নোয়াখালীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। নোয়াখালী আমার দাদার বাড়ি। আমি নোয়াখালীর চৌমুহনী কলেজে পড়াশোনা করেছি। এই মাইজদী চৌমুহনী আমার চেনা। আমি মনে করি নোয়াখালীর সঙ্গে আত্মার সম্পর্ক। আমি আবারও আসতে চাই নোয়াখালী। নোয়াখালীর জন্য কাজ করতে চাই।

এরপর সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আমরা মাছের ঘেরের মালিকদের সঙ্গে আলাপ করেছি। তাদেরকে মাছের ঘেরের পর মুরগির খামার বা মুরগির খামারের নিচে মাছের ঘের বানাতে নিষেধ করেছি। খুব দ্রুতই আমরা এসব খামারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো। খামার বন্ধ করে দিব।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আফিফা ছিদ্দিকার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. কায়ছার আলী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১:১০:৫০   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক
চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা
কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা
পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩
রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা
ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি
টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ