মেয়র আইভীর সঙ্গে জাইকার বাংলাদেশ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়র আইভীর সঙ্গে জাইকার বাংলাদেশ প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



মেয়র আইভীর সঙ্গে জাইকার বাংলাদেশ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে।

রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে গিয়ে মেয়রের সঙ্গে সাক্ষাত করেন তিনি। এ সময় মেয়র আইভী তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় ইচিগুচি তোমোহিদে জাইকার সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেয়র আইভীর সঙ্গে আলাপ করেন।

এর আগে সকাল ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জালকুঁড়ি ডাম্পিং প্রকল্প সাইট পরিদর্শন করেন জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে। পরে তিনি জাইকার অর্থায়নে নির্মিত সিদ্ধিরগঞ্জ লেক, নগরীর শেখ রাসেল পার্ক, জিমখানা লেক, আলী আহম্মদ চুনকা স্টেডিয়াম এবং মুসুবু জাপান লেংগুয়েজ ও কালচার সেন্টার পরিদর্শন করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং জাইকা অর্থায়নে অবকাঠামো উন্নয়ন কাজের জন্য এনসিসিকে ধন্যবাদও জানান জাইকার এ কর্মকর্তা।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন জাইকা গভর্ন্যান্স প্রোগ্রামের প্রতিনিধি কুরুকামী মিনামি এবং জাইকা বাংলাদেশ অফিসের কর্মকর্তা সানজিদা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে জাইকা প্রকল্পের (এলজিইডি) প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪২   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
কিশোরীর পণ ‘‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ