‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইলেন এক দম্পতি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইলেন এক দম্পতি!
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইলেন এক দম্পতি!

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলছে ‘জওয়ান’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের ব্যাপক উন্মাদনা ছিল। কারণ, সিনেমাটি শাহরুখ খানের। মুক্তির পরে সেই উন্মাদনার প্রমাণ মিলেছে বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানে। শাহরুখের এই সিনেমা বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী হিসেবে শীর্ষে উঠে এসেছে। কারণ, মুক্তির দিনেই দেশে (ভারতে) ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখের সিনেমা। বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে প্রথম দিন সেই অঙ্ক দাঁড়িয়েছিল ১২৫ কোটিতে। পঞ্চম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ৫৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

এদিকে বিশ্ব যখন জওয়ানে মেতেছে তখন ইংল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা। সেখানকার একটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে বিরক্ত প্রকাশ করে টিকিটের দাম ফেরত চেয়েছেন এক দম্পতি। এ নিয়ে তারা সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে ওই দম্পতি বলেন, আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে গিয়েছিলাম। কিন্তু ওই প্রেক্ষাগৃহে ক্লাইম্যাক্সের অংশ থেকে সিনেমার প্রদর্শন শুরু হয়েছিল। ফলে, মোট সময়ের অর্ধেকের মধ্যেই সিনেমা শেষ।

পরে জানা যায়, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ভুলবশত প্রথম ভাগের জায়গায় সিনেমার দ্বিতীয় ভাগ থেকে প্রদর্শন শুরু করে। এই ভুলের মাশুল দিতে হয় দর্শককে। সিনেমা ভালোভাবে দেখতে না পারায় অসন্তুষ্ট তারা। এমনকি রেগে টিকিটের দামও ফেরত দেওয়ার দাবি করেছেন।

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। শাহরুখ খান এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৩১:১৩   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন
অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান
নির্বাচনসংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে : সারজিস
নারায়ণগঞ্জে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান: মাসুদুজ্জামান
আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ
ইসলামী আইন চালু হলে সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে থাকবে : মিয়া গোলাম পরওয়ার
একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : গয়েশ্বর
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ