‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইলেন এক দম্পতি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইলেন এক দম্পতি!
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



‘জওয়ান’ দেখে টিকিটের দাম ফেরত চাইলেন এক দম্পতি!

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলছে ‘জওয়ান’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের ব্যাপক উন্মাদনা ছিল। কারণ, সিনেমাটি শাহরুখ খানের। মুক্তির পরে সেই উন্মাদনার প্রমাণ মিলেছে বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানে। শাহরুখের এই সিনেমা বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী হিসেবে শীর্ষে উঠে এসেছে। কারণ, মুক্তির দিনেই দেশে (ভারতে) ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখের সিনেমা। বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে প্রথম দিন সেই অঙ্ক দাঁড়িয়েছিল ১২৫ কোটিতে। পঞ্চম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ৫৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

এদিকে বিশ্ব যখন জওয়ানে মেতেছে তখন ইংল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা। সেখানকার একটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে বিরক্ত প্রকাশ করে টিকিটের দাম ফেরত চেয়েছেন এক দম্পতি। এ নিয়ে তারা সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে ওই দম্পতি বলেন, আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে গিয়েছিলাম। কিন্তু ওই প্রেক্ষাগৃহে ক্লাইম্যাক্সের অংশ থেকে সিনেমার প্রদর্শন শুরু হয়েছিল। ফলে, মোট সময়ের অর্ধেকের মধ্যেই সিনেমা শেষ।

পরে জানা যায়, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ভুলবশত প্রথম ভাগের জায়গায় সিনেমার দ্বিতীয় ভাগ থেকে প্রদর্শন শুরু করে। এই ভুলের মাশুল দিতে হয় দর্শককে। সিনেমা ভালোভাবে দেখতে না পারায় অসন্তুষ্ট তারা। এমনকি রেগে টিকিটের দামও ফেরত দেওয়ার দাবি করেছেন।

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। শাহরুখ খান এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৩১:১৩   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য
আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
অন্যায়ের বিরুদ্ধে মরণপণ সংগ্রামের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয় পবিত্র ‘আশুরা’: মির্জা ফখরুল
পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের
এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির
ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অর্থ উপদেষ্টা
যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ