মারা গেছেন ‘শোলে’ খ্যাত সিনেমার অভিনেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন ‘শোলে’ খ্যাত সিনেমার অভিনেতা
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



মারা গেছেন ‘শোলে’ খ্যাত সিনেমার অভিনেতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতিন্দর কুমার খোসলা। যিনি অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ‘শোলে’ খ্যাত এ অভিনেতা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সতিন্দরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ) তথা সিন্টা।

প্রয়াত অভিনেতা সতিন্দরের বন্ধু জুগনু তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন গণমাধ্যমে। তিনি জানান, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন সতিন্দর। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে মারা যান।

এদিকে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইতোমধ্যেই প্রবীণ এ অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

সত্তর এবং আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সতিন্দর। কৌতুকাভিনেতা হিসেবে নামডাক ছিল তার। মঞ্চে এবং রূপালি পর্দায় ‘বীরবল’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

১৯৩৮ সালের অক্টোবর মাসে পাঞ্জাবের গুরদাসপুরে জন্ম সতিন্দরের। সত্তর এবং আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘শোলে’ সিনেমায় অভিনয়ের পরে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ইয়ারানা’ সিনেমাতেও কাজ করেছিলেন সতিন্দর। এ ছাড়াও তাকে দেখা গিয়েছিল ‘হম হ্যায় রাহি প্যার কে’, ‘অঞ্জাম’, ‘নসিব’-এর মতো সিনেমাতেও। কৌতুকাভিনয়ে দক্ষতার জন্য মঞ্চে ‘বীরবল’ নামে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত সতিন্দর।

প্রসঙ্গত, মনোজ কুমারের ‘উপকার’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’-র মতো সিনেমায় প্রশংসিত হয়েছে তার কাজ। ১৯৭৫ সালে ‘শোলে’ সিনেমায় এক বন্দির চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে পড়েন সতিন্দর। এর আগে ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ সিনেমাতেও দর্শকের মন জয় করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৪২   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা
ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি
‘দেশের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না’
একনেকে অনুমোদন পেল ১২ প্রকল্প, ব্যয় ৭ হাজার ১৫০ কোটি টাকা
আওয়ামী লীগ বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে: প্রেস সচিব
লেভানদোস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ