বাংলাদেশ-ভিয়েতনাম সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-ভিয়েতনাম সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



বাংলাদেশ-ভিয়েতনাম সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৩ : বাংলাদেশ-ভিয়েতনাম সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক মো: মুহাম্মদ ফারুক খান এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো: নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাম ফারুক খন্দ: এমপি, আব্দুল মজিদ খান এমপি, মো: হাবিবে মিল্লাত এমপি, নাহিম রাজ্জাক এমপি এবং মৈত্রী গ্রুপের সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, জুয়েল আরেং এমপি, ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, বাসন্তী চাকমা এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি অংশগ্রহণ করেন।

মৈত্রীগ্রুপের এ বৈঠকে ভিয়েতনামের সংসদীয় প্রতিনিধিদল আমেরিকার কাছ থেকে স্বাধীনতা অর্জনে বাংলাদেশের জনগণ ও সরকারের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

এসময় বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আধুনিক ভিয়েতনামের রূপকার হো-চিমিনকে বৈঠকে উভয় দেশের সংসদীয় প্রতিনিধিদল গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ।

সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, বাংলাদেশ-ভিয়েতনাম রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারকরণে দু’দেশের সরকার কাজ করে যাচ্ছে। এসময় তিনি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

ভিয়েতনাম ন্যাশনাল আসেম্বলির মাননীয় প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে বলেন, ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দু’দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজীকরণ হবে।

এ সময় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি ও ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলি’র প্রেসিডেন্ট দু’দেশের জনগণ, সরকার ও দলের পক্ষ থেকে একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বৈঠকে ভিয়েতনামের সংসদীয় প্রতিনিধিদল সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় সংসদের আইপিএ সেকশনের যুগ্মসচিব, ডিরেক্টরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪৪   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
এ সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে: ইসি সচিব
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক
ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ