আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে হবে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে হবে : তথ্যমন্ত্রী
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কিছুদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে হবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতৃবৃন্দদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ধারাবাহিক বিজয় নিশ্চিতে আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে দলের বর্ধিত সভার পাশাপাশি উপকারভোগী সমাবেশ আয়োজনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড এবং আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা জহির আহমেদ চৌধুরী, ইদ্রিস আজগর, নজরুল ইসলাম তালুকদার, আকতার হোসেন খান, মাস্টার আসলাম খানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পঞ্চম তলায় রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন। এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্বনির্ভর রাঙ্গুনিয়ায় স্থাপিত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান দাশ ইন্ড্রাট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৮   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম
সাগরপথে মিয়ানমারে সার পাচারকালে কোস্টগার্ডের হাতে আটক ১০
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ