দেশ ছাড়ল টাইগাররা, ফটসেশনে অংশ নেননি লিটন

প্রথম পাতা » খেলাধুলা » দেশ ছাড়ল টাইগাররা, ফটসেশনে অংশ নেননি লিটন
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



দেশ ছাড়ল টাইগাররা, ফটসেশনে অংশ নেননি লিটন

নানা নাটকীয়তার পর অবশেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। আর দল ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ল টাইগাররা। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করে সাকিব আল হাসানের দল। তার আগে হয় ফটোসেশন।

শেষ পর্যন্ত তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা। পেছনে পড়ে রইল নানা বিতর্ক। হয়ত তীর্যক প্রশ্ন এড়াতেই বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হলো না এবার।

দেশ ছাড়ার আগে ফটোসেশনে অংশ নেয় ভারতগামী স্কোয়াডের সদস্যরা। দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচরাও ছিলেন। তবে চমক হয়ে এসেছে ওপেনার লিটন দাসের অনুপস্থিতি। দলের সঙ্গে ফটোসেশনে দেখা যায়নি লিটনকে। তবে কী কারণে তিনি ফটোসেশনে অংশ নেননি তা জানা যায়নি। যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে লিটন দাসের সঙ্গী হিসেবে আছেন তানজিদ তামিম। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ। দলে আছেন পাঁচ পেসার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩৭   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কিউবা আউট, ফাহমিদুল ইন; প্রথমার্ধে সমতা
চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা
ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কখন ও কীভাবে দেখবেন
বরিশালে জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল পেনাং গ্ল্যাডিয়েটর
বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ
শেষ মুহূর্তে সিটির হারে ম্লান হালান্ডের কীর্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ