হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাড়ি যোগে হিলির ডাকবাংলোতে পৌঁছান তিনি। এসময়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

ডাক বাংলাতে কিছু সময় অবস্থান করার পর জিরো পয়েন্টের গেইট হয়ে ভারতে প্রবেশ করেন তিনি। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যদের সঙ্গে কথা বলেন।

ভারত থেকে পণ্য আমদানি ও রফতানির অসুবিধার কথা তুলে ধরেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

হিলির ব্যবসায়ী শাহিনুর রেজা শাহীন জানান, হাই কমিশনের আগমনে আমরা অত্যন্ত খুশি। আমাদের সমস্যার কথা বলেছি। বিশেষ করে ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর মাঝে মধ্যে ভারতীয় ট্রাকে আসছে মাদক। সেটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জার বিষয়।

ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আজকে হিলিতে এসে অনেক ভালো লাগল। ব্যবসায়ীদের কথা শুনেছি। তাদের সমস্যার বিষয়ে ভারতের ইমিগ্রেশন কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, ভারতীয় পণ্যবাহী ট্রাক করে মাদক আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ভিসা ইস্যুর বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা ভিসার আবেদন করলে সেটা দেখা হবে। মুমূর্ষ রোগীর ক্ষেত্রে আমরা বিশেষ করে ক্যান্সারের রোগীর ক্ষেত্রে ভিসা এক থেকে দুই দিনের মধ্যে ভিসা ইস্যু করা হচ্ছে। অন্যান্য রোগীর ক্ষেত্রেও যদি কেউ গুরুত্বপূর্ণ কাগজগুলো জমা দেয়; তাহলে ভিসাও খুব দ্রুত সময় দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৪   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
অর্থের বিনিময়ে জঙ্গিদের অস্ত্র গুলি সরবরাহ করেন রহিম
আগামী ২৪ মে শুরু নিউ ইয়র্ক বাংলা বইমেলা, থাকছে ১০ হাজার নতুন বই
সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী সিমিন
গাজায় ১০ দিন ধরে চিকিৎসাসামগ্রী পাচ্ছে না ডাব্লিউএইচও
এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি : পলক
লালমনিরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
প্রথম হারের স্বাদ পেল সেনাবাহিনী
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের শ্রদ্ধা
আম নিয়ে সিন্ডিকেট হতে দেব না : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ