২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও প্রধানমন্ত্রী মানুষের পাশে থেকেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও প্রধানমন্ত্রী মানুষের পাশে থেকেছেন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও প্রধানমন্ত্রী মানুষের পাশে থেকেছেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী ২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও এদেশের মানুষের পাশ থেকে কখনো সরে যাননি। জনগণকে উন্নত এবং আধুনিক জীবন উপহার দেওয়ার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের সামনে সিম্পল লিভিং হাই থিংকিং জীবন দর্শন দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটার সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নগরীতে শিশুদের জন্য আয়োজন একেবারে কম থাকে। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে। সেজন্যই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতেই এই বিশেষ আয়োজন হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য রূপকল্প দিয়েছেন। ইন্টারনেট ও বিদ্যুৎ সুবিধাসহ মৌলিক চাহিদা পূরণ করে আমাদেরকে একটি মধ্যম আয়ের মর্যাদাশীল বাংলাদেশ উপহার দিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলা একাডেমির চিত্রশালায় আইসিটি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে চারদিনের স্মার্ট চিলড্রেন কার্নিভ্যাল। চিলড্রেন কার্নিভ্যালে শিশুদের বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ গেমিংসহ খেলতে খেলতে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা এবং ডিজিটাল সংযোগ নিয়ে জানার ও শেখার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৩৯   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোনো চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য: আলী রিয়াজ
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
খেলাফত মজলিস আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন : জামায়াত আমির
জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার সচিব
যারা ক্ষমতায় যাবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে : নজরুল ইসলাম খান
এডিপির বরাদ্দ কমছে ৩০ হাজার কোটি টাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ