প্রতারণার কাজে ব্যবহার করতেন মাথার খুলি-হাড়, গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতারণার কাজে ব্যবহার করতেন মাথার খুলি-হাড়, গ্রেপ্তার ১
রবিবার, ১ অক্টোবর ২০২৩



প্রতারণার কাজে ব্যবহার করতেন মাথার খুলি-হাড়, গ্রেপ্তার ১

গাইবান্ধার সাঘাটায় মানুষের মাথার খুলি ও হাড়সহ জয়নুল আবেদীন জয় (৪৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন।

জয়নুল আবেদীন জয় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জয়নুল আবেদীন জয়কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মাথার খুলি, একটি হাড়ের দণ্ড, চার্জারসহ চারটি ওয়াকি-টকি, কালোজাদুর বই, বিভিন্ন ব্যাংকের ৫৫টি চেক বই, ১০টি সিসি ক্যামেরা, একটি ভিডিও রেকচার ও একটি ২৮ ইঞ্চি স্যামসাং মনিটর উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন জয় এসব মালামাল প্রতারণার কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সাঘাটা থানায় একটি প্রতারণার মামলা করা হয়। একইসঙ্গে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ইব্রাহিম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৪১:৪৩   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাতভর অভিযান, ভোরে গ্রেফতার আইভী
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আইসিজে’র প্রার্থীতার বিষয়ে ঢাকার সমর্থন চেয়েছে যুক্তরাজ্য
ছাত্র-শিক্ষকের উন্নত সম্পর্কের ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি পরিদর্শন তিন উপদেষ্টার
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে: বিডা চেয়ারম্যান
তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ