বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

গোপালগঞ্জে জেলা প্রশাসনের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে জেলা প্রশাসনের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



গোপালগঞ্জে জেলা প্রশাসনের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ মণি, কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ির সাবেক সভাপতি ডা. অরুণ কান্তি বিশ্বাস, শিক্ষক পিনাকী রঞ্জন দাস, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা শহরের ২২টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় পূজার পাঁচদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা, পূজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক নিযুক্ত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৪১:১২   ১১৭ বার পঠিত