স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, চেক, ক্রেষ্ট ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ করা হয়। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর উপজেলা যুব উন্নয়নের সহকারি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে ২০ জনকে ১৬লাখ ৮০ হাজার টাকা চেক প্রদান, যুব সংগঠনের ১০জন ও ২ জন অত্মকর্মীকে ক্রেষ্ট প্রদান ও ৩০ জনকে প্রশিক্ষনের সদনপত্র বিতরণসহ প্রত্যেক জনকে ৬’শ টাকা করে যাতায়েতের ভাতা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৫ ৩২৯ বার পঠিত