বিদেশিরা এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশিরা এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



বিদেশিরা এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ বলেছেন, ‘বিদেশিরা কেউ এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসানোর মালিক এ দেশের জনগণ। যারা ভালো কাজ করেছে তাদেরকে মানুষ ভোট দেবে। যে দল মানুষের মন জয় করেছে, মানুষের পাশে ছিল, জনগণ তাদের পাশেই থাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।‘ তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। তাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে নৌকা মার্কা আগামীতেও ক্ষমতায় আসবে।’

সোমবার (৬ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়াতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘গত ১৫ বছরে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। মানুষের জন্য কাজ করেছেন। অনেক বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এ জন্য মানুষ তাঁকে পছন্দ করে। দেশের মানুষ তাঁকে ভালোবাসে। এ কারণে মানুষ তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে।’

বিএনপির সমালোচনা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি নাটকবাজ দল। যারা মানুষের জন্য কাজ করে না। তারা বিভিন্ন রকম মিথ্যার আশ্রয় নেয়। মানুষ তাদের নাটকবাজি ধরে ফেলেছে। গত ২৮ অক্টোবর বিএনপি মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টাকে হাজির করেছে। এই লোকের আসলে কোন ভিত্তি নেই। তিনি অবশ্য ধরাও খেয়েছেন। এরকম নাটকবাজ দলকে মানুষ আসলে পছন্দ করে না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এরা কখনো ক্ষমতায় আসতে পারবে না।’

নসরুল হামিদ বলেন, ‘কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে ঝিলমিল আইটি পার্ক হচ্ছে, যেখান থেকে তথ্যপ্রযুক্তির বিপ্লব হবে কেরানীগঞ্জজুড়ে। এই শুভাঢ্যা ইউনিয়নেই দেশের সব থেকে সুন্দর ‘মা’ চণ্ডী মন্দির নির্মাণীধীন রয়েছে। কেরানীগঞ্জে চার লেনের যে পাঁচটি রাস্তা হচ্ছে তার মধ্যে একটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আপনাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আপনাদের দুই হাত ভরে দিয়েছেন। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর এই অবদানের প্রতিদান দেবেন।’

বৈঠকে আরও ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন। দক্ষিণ কেরানীগঞ্জের থানা আওয়ামী লীগের নেতা কায়ূম ভাণ্ডারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫২   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
গণধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
সরিষাবাড়ীতে মুঠোফোন হারানোকে কেন্দ্র করে মন্দির এলাকায় হামলা ও মারধর,আটক ৩
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার
বিশ্বকাপ নিশ্চিত করা খেলোয়াড়ের পুরস্কার ১০০, কর্মকর্তার ২০০ ডলার
নেদারল্যান্ডসে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা’ বিষয়ে বহুপাক্ষিক আলোচনা
সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় সব করেছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ