সিলেটে প্রথম দিনে ঢিলেঢালা হরতাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে প্রথম দিনে ঢিলেঢালা হরতাল
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



সিলেটে প্রথম দিনে ঢিলেঢালা হরতাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নগরে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় পিকেটিং, মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাস্তা সকাল থেকে রিকশা আর সিএনজিচালিত অটোরিকশার দখলে।
তবে দোকানপাট খুব কমই খুলেছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে হরতালের এমন চিত্র দেখা গেছে। নগরের এমন চিত্র থাকলেও সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা নগরের ওসমানী মেডিক্যাল এলাকা, নগরের চৌকিদিঘী এলাকা, শাহী ঈদগাহ এলাকা, দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার, সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকা ও বিমানবন্দর এলাকার সড়কসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও পিকেটিং করে।

এদিকে সিলেট নগরের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া টহল দিতেও দেখা গেছে একাধিক দলকে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটার দিকে দক্ষিণ সুরমার সুলতানপুর এলাকায় সিলেট-সুলতানপুর সড়কে অবস্থান নিয়ে হেলমেট পরা কয়েকজন যুবক পিকেটিং করে।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভাঙচুর করা হয়। সকাল সাতটার দিকে নগরের চৌকিদিঘী এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে একদল যুবক।

পরে ঘটনাস্থলে পুলিশ আসার খবরে ওই এলাকা ত্যাগ করেন তারা। এছাড়া নগরের ওসমানী মেডিক্যাল কলেজ রোড, বিমানবন্দর এলাকা এবং সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার সড়কে বিক্ষোভ ও পিকেটিং করেছেন স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘সিলেট মহানগর এলাকায় কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩০:১৫   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাফা’র পূর্ব ও গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের উচ্ছেদ আদেশ বৃদ্ধি
সাতক্ষীরার কালীগঞ্জে ১১টি এয়ারগান ও সাত হাজার গুলি উদ্ধার
চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৪ জেলে আটক
মোহামেডানকে হারিয়ে রেকর্ড টানা পঞ্চম লিগ শিরোপা জিতলো বসুন্ধরা কিংস
টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ
দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের
দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী
কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ