পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা একটি নিয়মিত বৈঠক, এর আলোচ্যসূচিতে কোনো রাজনৈতিক ইস্যু নেই।
তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, সেখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
মোমেন বলেন, ‘আমরা অনেক দেশের সাথে এফওসি (ফরেন অফিস কনসালটেশন) করি। এটা একটা রুটিন ব্যাপার।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দুই বন্ধুপ্রতিম প্রতিবেশীর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকে দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সকল প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে যাতে সব সেক্টরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়।
আগামী ২৩ বা ২৪ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের তার ভারতীয় সমকক্ষ বিনয় মোহন কোয়াত্রার সাথে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারত সফর করার কথা রয়েছে।
চলতি বছরে দুই দেশের মধ্যে এটি দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।
প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২২:১১:১১ ৭১ বার পঠিত