নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার উত্তর কোরিয়ার ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মহাকাশে গত সপ্তাহে স্পাই বা গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর উত্তর কোরিয়ার ওপর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মূলত সাইবার গ্রুপ কিমসুকির ওপর আরোপ করা হয়েছে। গ্রুপটিকে উত্তর কোরিয়ার কৌশলগত এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গতিবিধি নজরদারির জন্য পিয়ংইয়ং স্যাটেলাইট উৎক্ষেপণের পরই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে মহাকাশে পাঠানো উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইটটি ছবি পাঠানো শুরু করেছে।

এরই মধ্যে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দফতর পেন্টাগনসহ যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ সব অফিসের ছবি পাঠিয়েছে স্যাটেলাইটটি। সেসব ছবি নিয়ে ‘গবেষণা’ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এমনটাই জানিয়েছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের প্রথম নজরদারি স্যাটেলাইট কক্ষপথে পাঠায়। দেশটির কর্মকর্তারা জানান, এই স্যাটেলাইটের মূল কাজ যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কার্যক্রমের ওপর নজর রাখা।

স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় পশ্চিমা দেশগুলো।

বাংলাদেশ সময়: ১১:৫৪:০৩   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে
গাজায় ১০ দিন ধরে চিকিৎসাসামগ্রী পাচ্ছে না ডাব্লিউএইচও
মুম্বাইয়ে বিলবোর্ডের মালিককে গ্রেফতার
ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস
ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাহরাইনে যাচ্ছেন আরব নেতারা
চীন সফরে আরো সহযোগিতার আশা পুতিনের
সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী
১২ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি হামাসের
স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো’র জীবন ঝুঁকিমুক্ত: উপ-প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ