র‌্যাবের জালে কিশোর গ্যাং লীডার ইভানসহ আটক ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাবের জালে কিশোর গ্যাং লীডার ইভানসহ আটক ৬
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



র‌্যাবের জালে কিশোর গ্যাং লীডার ইভানসহ আটক ৬

ফতুল্লায় ৬ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা ‘কিশোর গ্যাং’। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসদাইর বাজার এলাকা থেকে এক অভিযানে ওই যুবকদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার, ১টি নাকোল ডাস্টার, ১টি লোহার পাইপ ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, ফতুল্লা থানার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দা আজম বাবুর ছেলে ও কথিত ‘কিশোর গ্যাং’ লিডার নাহিয়ান আজম ইভান (২৫), মিশন পাড়া জামে মসজিদের পাশে জনিদের বাড়ির ভাড়াটিয়া ফজলু প্রধানের ছেলে সালমান (১৮),মিশন পাড়া জামে মসজিদের পাশে দিদির বাড়ির ভাড়াটিয়া লতিফের ছেলে জুম্মান (১৭)। মিশন পাড়া রুবেলের বাড়ির ভাড়াটিয়া আওলাদের ছেলে রায়হান (১৬)। আমলাপাড়া চৌরাস্তার মোড় এলাকার বাসিন্দা পিতর বালার ছেলে মানিক বালা (১৬) এবং মিশন পাড়া জামে মসজিদের পাশে হৃদয়ের বাড়ির ভাড়াটিয়া মজিবর শেখের ছেলে শাহাদাত শেখ (১৫)।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার (সিনি. সহকারী পরিচালক) কাজী শাহাবুদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব’র একটি দল ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন, হাজী মিজান বিরিয়ানী হাউজ এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা ফতুল্লা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৮   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না - সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি
বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির
কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি
নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পরবর্তী সার্ভে ও সেটেলম্যান্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার দেওয়া হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ